রঙ-রূপ/ কাজী আতীক
রঙ-রূপ/
কাজী আতীক।
যখোন ঘুটঘুটে আঁধারে সয়ে আসে চোখ
আবছা দেখতে পাই পৃথিবী বর্ণহীন কংকাল সাদৃশ্য
যখোন অবিরাম তুষারপাতে ঢাকা পড়ে চারিপাশ
আমি দেখতে পাই প্রকৃতি রংহীন বৈধব্য নিরূপ।
সূর্যের আলোহীন রাত কিংবা মাঝারি তুষারপাত
সাময়িক কেড়ে নিতে পারে সব রঙ-রূপ পৃথিবীর
যাহোক তবু পৃথিবী আবারও তার ফিরে পায় স্বরূপ,
তবে মানুষ হারাবে যেদিন স্থায়ী হারাবে রঙ সেদিন
যখোন ফিরিয়ে নেয়া হবে দেহ থেকে স্রষ্টার আদেশ।
তারপরও- আসলে মানুষ কোথায়? কেবলই অবয়ব,
মুখোসের আড়ালে অযথাই কেবল আস্ফালন সম্বল!
(নিউ ইয়র্ক, ১৭ জানুয়ারি ‘২০২৩)