৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
বিডি২৪ভিউজ ডেস্ক : রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন রোহিঙ্গাদের জন্য, বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য। এই অর্থ সফট লোন হিসেবে দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য
জানান হাছান মাহমুদ। সেসময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। আমাদের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াতে চায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবারই পররাষ্ট্রমন্ত্রী উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন, ৭৭ জাতি গ্রুপ এবং চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলন শেষে দেশে ফিরেছেন।