আমরা সম্প্রীতির কথা বলি

We Speak of Harmony

0

নিজস্ব প্রতিবেদক : আমরা  সম্প্রীতির কথা বলি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ খ্রিস্টান মুক্তিযোদ্ধা ও তরুণ কল্যাণ পরিষদ আয়োজিত ইফতার পার্টি ও ইস্টার পুনর্মিলনী আজ ৩রা রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, প্রাক্তন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,  বিশপ (মনোনীত) সুব্রত বনিফাস গমেজ, বীর মুক্তিযোদ্ধা মেজর বিজয় ম্যানুয়েল ডি প্যারিস, আগস্টিন পিউরিফিকেশন, লেখক পি আর প্লাসিড, প্রাবন্ধিক, গবেষক ও কলামিস্ট হীরেন পণ্ডিত। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু’র লেখা মুক্তিযুদ্ধে ভাওয়ালের খ্রিস্টান সম্প্রদায় গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

 

We Speak of Harmony

We speak of harmony, keeping this slogan in mind, we talk about harmony, the Iftar party and Easter Reunion organized by Bangladesh Christian Freedom Fighters and Young Christian (Tarun Kalyan) Parishad was held today 3rd April at a restaurant in the capital. Hero Freedom Fighter Chitta Francis Rebeiro presided over the event. 

The event was attended as Chief Guest by Hero Freedom Fighter Abdur Rashid, MP, Special Guest by Hero Freedom Fighter Shahidur Rahman Shahid, former commander and Hero Freedom Fighters Command Council, Bishop (nominated) Subrata Bonifas Gomez, Hero Freedom Fighter Major Bijay Manuel De Paris, Augustine Purification, Chairman, Christian Metropolitan Housing Society, Writer PR Placid and Essayist, Researcher and Columnist Hiren Pandit. 

In the event, the Cover of Bhawal’s Christian Community in the Liberation War written by Hero freedom Fighter Chitta Francis Rebeiro was unveiled.

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.