এক মনস্তাপ ছবি – পূরবী মৈত্র
এক মনস্তাপ ছবি
পূরবী মৈত্র
ঘুমের ভেতরে এটা কিসের আওয়াজ!
বড় তীব্র , বড় ভয়ংকর, স্বপ্ন নাকি?
না এটা স্বপ্ন নয়।
ভয়ংকর আর্তনাদে ছুটে চলেছে একটা এ্যাম্বুলেন্স
ঘুম ভেঙে যায়।
ক’বছর আগের চেনা এই শব্দের স্মৃতি টা
অতীতের রোমন্থনে হাতরাতে থাকে বিগত দিনের কথা
আমার মেঝ মেয়ে, বড় অভিমানী।
টেলিফোনে কল এলো, ধরেই বলি, কি রে কেমন আছিস?
” মা, আমার জন্মদিনের প্রণাম নিও। তোমার তো আমার এ-ই দিনটার কথা মনেই থাকেনা।আমি তো তোমার তেমন যোগ্য সন্তান নই”।
কথা গুলো কিছুতেই ভুলতে পারিনা।
মনে হয় ও বুঝি অভিমান করেই চলে গেলো।
স্মৃতি বড়ো ক্ষমা হীন, খাঁ খাঁ নির্জন,
নেই,নেই সে আর কোথাও নেই।
কোন ভাঙনের তীর ধরে তুই এসেছিলি
স্মৃতির আঁচলে আছে সবই বাঁধা।
জীবন চক্রের ঘূর্ণীঝড়ে তোকে হারালাম।
তোরে যে রেখেছি গেঁথে আমার রক্ত মণির হারে।
বেদনার স্মৃতি চন্দনে কেবলই আঁকছি আল্পনা।
একটিবার কাছে আয়, বুকটা চিড়ে দেখাই,–
এভাবে আর কত রক্তাক্ত হব??