বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে উদ্যোক্তা মেলা

দ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা

0

পাবনা প্রতিনিধি : বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রিসোর্টের অভ্যন্তরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন, স্বপ্নদ্বীপ রিসোর্ট এর চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, বৈষমবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ববি সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, কাশেম প্রাং সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী।

মেলায় ২২ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরী খাবার ও বাহারি পন্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। বিজয় দিবস ও মেলা উপলক্ষে রিসোর্ট এর প্রবেশমুল্যে (১৩-১৬ ডিসেম্বর পর্যন্ত) ৫০ টাকা করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.