সুখ-রাজ । ময়েজ মোহাম্মদ

0

সুখ-রাজ
— ময়েজ মোহাম্মদ

কাক আর শকুণের রাজসিক বাস
হরিণের বারো বাজে করে হাঁসফাঁস।
সিংহের বেল নাই বাঘ মামা ঘুমে
শেয়ালের পোয়াবারো হাতিমুখ চুমে।

ছাগলের দিনকাল চলছে তো বেশ
গরু গাধা ফসলের মাঠ করে শেষ।
মায়ামৃগ ছানা দেখি হায়েনা খাঁচায়
বাকি সব পশুদের প্রাণ বাঁচা দায়।

রাতের আঁধার যেন আলেয়ার আলো
প্রাণ রঙ মিশে হল কৃষ্ণের কালো।
কী নিয়মে চলে রাজ বোঝা বড় ভারী
কে যে কার মুখ দেখে এ জনমে আড়ি।

দূর থেকে শোনা যায় আলোকের গান
সেই আশা পুষে চলে দিন গুজরাণ।
আপনার ভাগ্য যে গড়ে না সময়ে
গোত্রের সে কপালে রেখা যায় ক্ষয়ে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.