নকলায় ভূমিহীন ও গৃহহীন ৫৮ পরিবারের নিকট প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রদান করা হয়

0

নকলা প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শেরপুরের  নকলায় ৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সারাদেশে এক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে সকালে নকলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘরের চাবিসহ অন্যান্য কাগজ পত্রাদি গৃহহীন ৫৮টি পরিবারের নিকট হস্তান্তর করেন। এসময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন , সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পিআই ও মো: জাহাঙ্গীর আলম, যুবউন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন,

খাদ্য নিয়ন্ত্রক লৎফরর হমান, প্রকৌশলী আরেফিন পারভেজ, সাংবাদিক ইউসুফ আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, আনিসুর রহমান , রেজাউল হক হিরা,শওকত হোসেন খান মকুল, আলহাজ্ব মুহাম্মদ মাজহারুল আনোয়ার মুহাব্বত, ফয়েজ মিল্লাত,বরুজ্জামান বদি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী,সাজু সাঈদ সিদ্দিকি, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নকলা থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.