হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

নিজস্ব প্রতিনিধি: পাবনা জেলার বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহম্মেদ এর সহযোগিতায় ও পাবনা পৌরসভা’র ৭-৯ নং ওয়ার্ডের পরপর চার বার নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছা: আফরোজা খাতুন ছবি মহোদয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক সংস্থা প্রতীকের আয়োজনে শীতবস্ত্র হিসেবে কম্বল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. রমজান মৃধা রবিন।
কাউন্সিলর মোছাঃ আফরোজা খাতুন ছবি বলেন, মোস্তাক আহম্মেদ মহোদয়ের সহযোগিতায় আমরা পাবনা জেলার হতদরিদ্র মানুষদের পাশে সব সময় থাকার চেষ্টা করি। আমি অত্যান্ত আনন্দিত যে তার সহযোগিতায় আজ আমরা পাবনা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বসবাসরত ৩৯ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে কম্বল তুলে দিতে পেরে। আমি আশা করবো তার এ সহযোগিতা অব্যাহত থাকবে এবং সমাজের স্বচ্ছল ব্যক্তিরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসবে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ্যাড. রমজান মৃধা রবিন বলেন, আমি আপনাদের পাশে আছি। আমার জায়গা থেকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো।
প্রতীকের নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান বলেন আমাদের প্রতিবন্ধী ভাই-বোনেরা আজ শীতবস্ত্র পেয়ে অত্যান্ত খুশি। পাবনা সদর উপজেলার পৌরসভার ৩৯ জন হত দরিদ্র প্রতিবন্ধী সদস্য আজ শীতবস্ত্র পেল। আমাদের ১৪১৪ জন প্রতিবন্ধী সদস্যের মধ্যে আজ ৩৯টি সহ মোট ৫৫৪টি শীতবস্ত্র চলতি শীত মৌসুমে আমাদের প্রতিবন্ধী সদস্যগণ পেলেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে হত দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের রক্ষার জন্য শিক্ষা, চিকিৎসা ও আত্ম-কর্মসংস্থানে সহযোগিতা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.