বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0

রিমন পালিত বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । আজ ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বান্দরবান শহরস্হ রাজার মাঠ সংলগ্ন বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গরীব দুঃস্হ অসামরিক জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ০৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন । ক্যাম্পেইন পরিদর্শন করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি মহোদয় ও সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা । বিনামূল্যে বান্দরবানের সকল জনসাধারণ এই চিকিৎসাসেবা পেয়ে অত্যান্ত খুশি তাই সেনাবাহিনীর এই দেশপ্রেম কে সকল বান্দরবানবাসী সাধুবাদ জানান ।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.