বায়েজিদে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রাম থেকে ফিরে এসে মাহফুজ আলম : চট্টগ্রামের বায়েজিদ থানার আরেফিন নগরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মো. ইমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (৭ মার্চ) রাত পৌনে আটটায় মুক্তিযোদ্ধা কলোনীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় ইমন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
নিহত ইমন ওই এলাকার স্থায়ী বাসিন্দা মো. নুর কাসেমের ছেলে। পেশায় মো. ইমন সিএনজি চালক হলেও কখনো দিন মজুরের কাজ করতো বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মো. ইমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সেলিম রেজা পূর্বকোণকে জানান, কিশোর গ্যাং লিডার সোহেল-আলিফ
গ্রুপের মধ্যে গতকাল রবিবার রাতে সংঘর্ষের সময় ইমনকে ঘটনাস্থলে পেয়ে এলোপাতারি কোপানো হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
তথ্যে আরো জানা যায় এই ঘটনার তিন দিন আগে একই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ জন আহত হয়েছিল। তাদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।