নকলায় আলু ফসলের মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাইয়ের উপর মাঠ দিবস
নকলা ,শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা দালাল বাড়ি কৃষক শফিকুল ইসলামের মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বি এ ডিসি বৃহস্পতিবার এক মাঠ দিবস হয়েছে বি এ ডিসির টিস্যু কালচার প্রযুক্তিতে আলু চাষ সম্প্রাসারণ করা এবং বেশী পরিমান আলু উৎপাদন বীজ হিসাবে বিদেশে এবং দেশে রফতানী করার লক্ষে প্রায় শতাধিক কৃষক ২০২১ সালে নকলা উপজেলার বিভিন্ন মাঠে আলু চাষ করেছেন বানিজ্যিক করনের মাধ্যমে আলু যাতে বিদেশে রপ্তানী করা যায় সে লক্ষ্যে দিনব্যাপী আলু চাষ পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয় । এসময় কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আবির হোসেন , প্রকল্প পরিচালক মাবীউকৃবিপ্র বি এ ডিসি শেরপুরের উপ-পরিচালক খলিলুর রহমান , কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান , চাষী জয়েন উদ্দিন , চাষী শফিকুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমূখ ।