নেত্রকোণায় অনুমোদনবিহীন কবুতা হারভেস্টার কৃষকদের মাঝে সরবরাহ
নিজস্ব প্রতিবেদক: শ্রমিক সংকটে বন্যার পানিতে বোরো ফসল যেন তলিয়ে না যায় সেজন্য নেত্রকোণা জেলায় সরকারি ভর্তুকিতে কৃষকদের মাঝে দ্রুত ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করছে। জেলায় ৮১টি কম্বাইন হারভেস্টার কৃষকদের মাঝে বরাদ্ধের জন্য খামার যান্ত্রিকীকরণ প্রকল্প (ডিইএ) কর্তৃক ভর্তুকির জন্য অনুমোদন পায়। অনুমোদিত বরাদ্ধকৃত কম্বাইন হারভেস্টার বিতরনের জন্য এসিআই মটরস লিমিটেড, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, মেটাল এগ্রিটেক লিমিটেড, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও চিটাগাং বিল্ডার্স এন্ড মেশিনারিজ লিমিটেড সরবরাহের জন্য অনুমোদন পায়। সরবরাহকৃত কোম্পানিগুলো যথারীতি ভাবে নিয়ম নীতি অনুসরণ করে তাদের কম্বাইন হারভেস্টার কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করেছে।
কিন্তু আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড খামার যান্ত্রকীকরণ প্রকল্প (ডিএই) কর্তৃক অনুমোদিত মডেল ব্যতিরেকে অন্য মডেলের নিম্নমানের কম্বাইন হারভেস্টার সরবরাহ করছে। আবেদিন ইকুইপমেন্ট এর সরকার কর্তৃক কম্বাইন হারভেস্টার এর অনুমোদিত ফুলফিট মডেল ডিসি-৭০জি। আবেদিন ইকুইপমেন্ট কর্তৃক কৃষকদের মঝে সরবরাহকৃত বডির গায়ে গাড়ীর মডেল ডিসি৭০ প্লাস + এবং ইঞ্জিনের গায়ে মডেল ডিসি-৭০জি-টি জেড। আবেদিন ইকুইপমেন্ট কোম্পানীর সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার এর সাথে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প (ডিএই) কর্তৃক অনুমোদিত মডেল এর সাথে কোন প্রকার মিল নেই। ফলে কৃষকরা অজান্তেই প্রতারণার শিকার হচ্ছে।