অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও বারি সরিষা চাষে আগ্রহী হচ্ছেন সাতক্ষীরার কৃষকরা
রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলায় দুই ফসলের জমিতে অতিরিক্ত ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে সরিষার চাষ। বীজ রোপণের পর সীমিত সময়ে ফসলতুলতে পারায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল সরিষার চাষ করা হয়েছে। মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত হচ্ছে সরিষা ক্ষেতের হলুদ জমিন। খরচের তুলনায় দাম ভালো পাওয়ায় সরিষাচাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা।
তবে প্রকৃতিক দূর্যোগে এবছর ক্ষতিগ্রস্থ হয়েছেন সরিষা চাষীরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, খুলনার সহযোগীতায় প্রায় ১০০ বিঘা জমিতে চাষ হয়েছে বারি সরিষা ১৪, ১৭, ও ১৮। এ জাতের সরিষা চাষে ভালো লাভবান হওয়ার সম্ভবনা দেখা গেছে। চলতি বছরে সাতক্ষীরা জেলায় প্রায় ১২০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও বারি সরিষা ১৪, ১৭, ও ১৮ চাষে কিছুটা লাভবান হতেপারেন কৃষকরা।