পাবনা সদরে বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় রবি/২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মনোহরপুর এলাকার একটি বাড়ীর উঠানে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা’র সভাপতি বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী, জেলা কৃষি তথ্য কর্মকর্তা তুষার কুমার সাহা, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী , উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করীম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখন। পরে ঐ এলাকার ১৫০শ বিঘা জমিতে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন দ্বারা ধানের চারা রোপনের উদ্বোধন করেন অতিথি বৃন্দরা।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.