বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য বেড়েছে দ্বিগুণ :মিলার
বিডি২৪ভিউজ ডেস্ক : গত পাঁচ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্প্রসারণ দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলার। সোমবার এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।
রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন মিলার। সাক্ষাৎ প্রসঙ্গ নিয়ে রাষ্ট্রদূত সোমবার টুইটে লিখেছেন, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে সর্বশেষ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। আমাদের ক্রমবর্ধমান কৃষি বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি, যা গত ৫ বছরে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের অংশীদারত্বের মাধ্যমে উভয় দেশের কৃষকদের জন্য টেকসই জীবিকা নিশ্চিত হচ্ছে।