ভুট্টা-মটর শুটি চাষে মেহেরপুরে নতুন প্রযুক্তির মাঠ দিবস
তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুরে ভুট্টা ক্ষেতের মধ্যে মটর শুটি আবাদে সফলতা অর্জন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউটের (বারি) গবেষকরা। জেলার চেংগাড়া গ্রামের মাঠে কৃষক আব্দুল খালেকের জমিতে এ সফলতা তুলে ধরা হয়েছে এলাকার বিভিন্ন কৃষকদের মাঝে। একই খরচে দু’টি ফসল আবাদ করতে পেরে চাষিদের লাভ এখন দ্বিগুন। মঙ্গলবার দুপুরে চেংগাড়া মাঠে আয়োজিত মাঠ দিবসে এ প্রযুক্তির বিস্তারিত বর্ণনা করেন বারি গবেষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেলোয়ার আহম্মেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বারি পাবনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশিস সরকার। উপস্থিত ছিলেন ভুট্টার সাথে মটর শুটি প্রযুক্তির উদ্বাবক ড. শাহীনুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকবৃন্দ।