নকলায় নতুন প্রযুক্তির মাধ্যমে রবি শস্য উৎপাদন
নকলা প্রতিনিধি : নকলায় নতুন প্রযুক্তির মাধ্যমে রবি শস্য উৎপাদন হয়েছে । গনপদ্দি ইউনিয়নে এবার সরিষা , ভুট্রা , গম, বেগুন , পিঁয়াজ, টমেটো, রসুন,শসা ,সিম , মিষ্টিলাউ, কপি , বাঁধাকপি, ফুলকপি, আদা, হলুদ, প্রচুর পরিমানে উৎপাদন হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান এ এলাকায় এবার প্রচুর পরিমান রবি শস্য উৎপাদন হয়েছে আমরা সব সময় কৃষককদের সহযোগীতা করেছি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যম্যে । উপসহকারী কৃষিকর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষিকর্মকর্তা , মো: ফারুক হোসেন ও গনপদ্দি ব্লকের উপসহকারী কৃষিকর্মকর্তা মো: আজিজুল হক রবি শস্য উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখায় কৃষকরা বেশি বেশি রবি ফসলের দিকে ঝুঁকছে এবং লাভবান হয়েছে ।