কুড়িগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালো “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” ও বাংলার মিঃ বিন খ্যাত ম্যাজিশিয়ান রাশেদ শিকদার

নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামের যাত্রাপুরের বিভিন্ন দূর্গম চরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় । এ সম্পর্কে বাংলার মিঃ বিন রাশেদ শিকদারের কাছে জানতে চাইলে তিনি অনলাইন নিউজ পোর্টল বিডি২৪ভিউজ কে বলেন, আমার জীবনে মানবতার কার্যক্রমের সূচনা হয়েছিল এই সংগঠন থেকে তাই বিভিন্ন মানবতার কার্যক্রম আমি আমার প্রিয় সংগঠনের সাথে যৌথ ভাবে অংশ নিয়ে থাকি এবং নিজেকে এখনো এই সংগঠনের একজন স্বেচ্ছাসেবী হিসেবে ভাবতে ভালোবাসি।

বন্যার্ত সহযোগিতা কার্যক্রমে তহবীল গঠনে আমি উন্মুক্ত যাদু প্রদর্শনী থেকে তহবীল সংগ্রহ করি তাছারা আমার প্রিয় মানবতা কাফেলা “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” এর সাত উপজেলা ইউনিট আমাকে তহবীল সংগ্রহে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলার মিঃ বিন এর সাথে আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, ত্রাণ তহবীল সংগ্রহ ও বিতরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিনিয়ত আমরা এধরনের মানবতার কাজ করে থাকি আপনারা পূর্বেও দেখেছেন, এবারে বন্যার্তদের ত্রাণ কার্যক্রমে মিঃ বিনের অংশগ্রহণ তা পূর্ণমাত্রা নিয়ে আসে।

নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ
Comments (0)
Add Comment