বশেমুরবিপ্রবিতে কর্মচারী সমিতির ধর্মঘট

0

শায়ন মন্ডল ,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাসচালকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুদিন ধরে সব ধরনের পরিবহন চলাচল ও লাইব্রেরিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। তারা জড়িতদের উপযুক্ত শাস্তি ও বিচার দাবিতে আন্দোলন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও বন্ধ রয়েছে। বাস চলাচল ও লাইব্রেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দূরের শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছেন না। পরীক্ষা দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাইমুন হাসান রাব্বি অভিযোগ করে বলেন, রোজার মাসে এরকম ভোগান্তি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’ এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সে অনুযায়ী দোষীদের বিচার হবে বলে উপাচার্য আমাদের জানিয়েছেন।’

পরিবহন প্রশাসক তাপস বালা বলেন, সকাল থেকে উপাচার্যের সঙ্গে এ বিষয়ে মিটিং হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, আগামীকালের মধ্যে কোনো সমাধান না হলে যানবাহন সচল রাখাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (৩ এপ্রিল) বিকেলে বাসচালক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় আহত হন। সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয় বাসচালকরা। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বাসচালকদের ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.