পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার রাখতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এখন থেকে প্রতিমাসে একদিন আনুষ্ঠানিকভাবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটসহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সবাই ক্যাম্পাস পরিস্কার করবেন নিজ উদ্যোগে। আজ সকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন।

ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে সকাল ১১টায় সংশ্লিষ্ট সকলের সাথে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন বলেন,পরিস্কার পরিছন্নতা মানুষকে শুদ্ধ করে। শুধু ব্যক্তি জীবনে নয় ,পরিবার সমাজ রাষ্ট্রকে পরিস্কার রাখতে হবে আমাদের। প্রত্যেকে নিজেকে শুদ্ধ করলে পরিস্কার রাখলে একদিন সমাজ রাষ্ট্র দেশ বদলে যাবে। উন্নত বিশ্বে পরিস্কার পরিছন্নতার উপরে বিশেষভাবে নজর দেয়া হয়। আমাদের দেশ যেহেতু এখন সবদিক দিয়ে উন্নতি করছে এখন সময় এসেছে সর্বক্ষেত্রে পরিস্কার-পরিছন্নতার অভিযান চালানোর। এর মাধ্যমে পরিবেশের উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে। বায়ুদূষণ থেকে আমরা অনেকটা মুক্ত থাকব। এই কর্মসূচির মাধ্যমে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।
রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম বলেন, ক্যাম্পাসের অবকাঠামো বাড়ছে, নির্মাণ কাজ হচ্ছে সর্বোপরি স্বাস্থ্য সচেতনা ও সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ক্লিন ক্যাম্পাস অপরিহার্য হয়ে উঠেছে।
ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধক উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, পৃথিবীর সুন্দর দেশগুলো এক দিনে সুন্দর হয়নি তারা সৌন্দর্যের চর্চা করেছে। পরিবেশ পরিস্কার -পরিছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত চেষ্টায় দেশ রাষ্ট্র সুন্দর হয়েছে। আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশ সুন্দর করতে হলে পরিবেশের পরিস্কার-পরিছন্নতা অপরিহার্য। কারণ আমাদের দেশ ঘনবহুল দেশ, জনসংখ্যা বেশি। ছোট্র দেশে অনেক মানুষের বাস। তাই আমাদের সুন্দর থাকতে হলে দেশের পরিবেশ ক্লিন খুবই গুরুত্বপূর্ন। আমরা যদি আমাদের ক্যাম্পাস সুন্দর করতে চাই তাহলে পরিস্কার রাখা খুবই দরকার। সচেতনা বৃদ্ধির মাধ্যমে আমরা ক্যাম্পাস ক্লিন রাখব। এই পরিস্কার কেবল বাহ্যিক নয় আমরা নিজেদের ভীতরকেও পরিস্কার করবো। তাহলে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। তিনি ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং নিজে এতে অংশগ্রহণ করেন।

এসময় প্রক্টর মোঃ কামাল হোসেন, রোভার স্কাউটের সাধারন সম্পাদক ড. জিন্নাত রেহানা, রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ, নিরাপত্তা শাখার প্রধান হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর দিনব্যাপী ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।

 

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.