নোবিপ্রবিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন
রহমত উল্যাহ, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে ) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১ একরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়,শরণ পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। ফাউন্ডেশনটি সপ্তাহে ৬ দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডাস্টবিন ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং তারা দিনে সর্বোচ্চ ২০০০ কিলোগ্রাম ময়লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে অপসারণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মো. রফিকুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. অবন্তী বড়ুয়া, এস্টেট এন্ড হাউজিং শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. গোলাপ হোসেন ও শরণ পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, টেকসই পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হলো। এখন থেকে ক্যাম্পাসের বর্জ্যগুলো একটি ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ ও অপসারণ করা হবে। আশা করছি, এ কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে আন্তরিক সহযোগিতা করবেন।