ইবিতে ‘রাষ্ট্রপতির ক্ষমা’ বিষয়ক সেমিনার
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘রাষ্ট্রপতির ক্ষমা’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে আইন বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডলের তত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক সায়েদ কামরুল হাসান।
এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা।
মূখ্য আলোচক হিসেবে ছিলেন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আব্দুল করিম খান এবং প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার।
সেমিনারে অন্যান্যদের মাঝে আইসিটি বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আরমিন খাতুন, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর আনোয়ারুল ওয়াহাব, একই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।