ইন্ডাস্ট্রতিতে এখন কাজ করাটা অনিরাপদ মনে করছি – বিপাশা কবির

সবাইকে অনুরোধ করবো নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে । কারণ সবার সহযোগিতায় ভালো থাকতে পারে আপনার পাশের মানুষটি ।

0

ইন্ডাস্ট্রতিতে এখন কাজ করাটা অনিরাপদ মনে করছি বিপাশা কবির
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান বিপাশা কবির । সেই সময় থেকেই মডেলিং ও অভিনয় ক্যারিয়ার শুরু করেন বিপাশা কবির ।
গত কয়েক মাস ধরেই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আসছে শোবিজ অঙ্গন । যদিও এরই মধ্যে অন্য কাজ শুরু করেছেন সিনেমা ও নাটকের । তবে বেশির ভাগই এখন কাজ করতে চাইছেন না নিরাপত্তার কথা ভেবে ।  তাদের কাতারে রয়েছেন চলতি প্রজন্মের আইটেম কন্যা  ও চিত্র নায়িকা বিপাশা কবির । গত কয়েক মাস খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হননি তিনি । এমনকি এই সময় কাজ করতে নারাজ তিনি । এ বিষয়ে বিপাশা কবির বলেন, ‘প্রতিদিনই দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে । এ অবস্থায় বাইরে বের হওয়াটা খুবই রিস্কি ।
বিপাশা কবির আরো বলেন, ‘অনেকেই হয়তো কাজ শুরু করেছেন। কিন্তু আমি নিজের ও পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি । এখন কাজ করাটা অনিরাপদ মনে করছি । পরস্থিতি আরো ভালো হলে কাজ নিয়ে ভাববো ।’


করোনা কালে বাসায় বর্তমান সময় কিভাবে কাটাচ্ছেন জানতে চাইলে বিপাশা কবির বলেন,  ‘বাসায় বিভিন্নভাবে সময় সময় কাটছে ।  নামাজ পড়ছি । টুকটাক কাজ করছি । সবার সঙ্গে ফোনে কথা বলছি ,খবর নিচ্ছি । নেটফ্লক্সি দেখছি । এভাবেই কেটে যাচ্ছে সময় ।  তবে শুটিংটাকে মিস করছি । সব শেষ লকডাউনের  আগে কাজ করেছিলাম । এর মধ্যে বেশকিছু ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব এসেছে । কিন্তু এখনই কাজ করতে চাই না আমি ।  অপেক্ষায় আছি সুন্দর সময়ের । দোয়া করছি যেন এই পরিস্থিতি দ্রুত কেটে যায় ।  কারণ সবার অনেক ক্ষতি হয়ে গেল এই করোনায় । আক্রান্ত ও মারাতো যাচ্ছেই । পাশাপাশি অনেকেই সহায় সম্বলহীন হয়ে পড়েছেন । ঢাকা ছাড়ছেন অনেক মানুষ । এসব দেখে ভালো লাগেনা । সত্যি মন খুব খারাপ হয়ে যায় । এই সময়ে যতটুকু সম্ভব এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে । আমি নিজের মতো করে চেষ্টা করেছি । সবাইকে অনুরোধ করবো নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে । কারণ সবার সহযোগিতায় ভালো থাকতে পারে আপনার পাশের মানুষটি ।

সম্পাদনায় : আপেল আকবর

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.