আজ কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন
আজ কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন । শুভ জন্মদিন । বিডি২৪ভিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
কণ্ঠশিল্পী বেবী নাজনীন । জন্ম: ২৩ অগাস্ট সোমবার, ১৯৬৫ ।
‘ব্ল্যাক ডায়মন্ড’ অথবা ‘কৃষ্ণহীরক’ শব্দটি সংগীত তারকা বেবী নাজনীনের শিল্পী জীবনের পথচলায় অর্জিত এক অসাধারণ উপাধি। মিডিয়ায় তার আরেকটি পরিচিতি রয়েছে ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামে। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সঙ্গে ঘটে মেলবন্ধন। মাত্র ৫ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তাঁর। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে আজকের অবস্থান অর্জনে বেবী নাজনীন অতিবাহিত করেছেন তাঁর সঙ্গীত জীবনের প্রায় ৪০ বছর।
জন্ম এবং পরিবার :
সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে ১৯৬৫ সালের ২৩ আগস্ট বিশিষ্ট গায়িকা বেবী নাজনীন জন্মগ্রহণ করেন। তার একমাত্র পুত্র মহারাজ অমিতাভ সাঈদ আমেরিকার নিউজার্সির রাটগার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আছেন। সেখানে দীর্ঘদিন ধরেই আছে বেবী নাজনীনের ছোট বোন সংগীত শিল্পী লিনি সাবরিন।
গানের ভুবন :
নিজের অ্যালবামে এ শিল্পী প্রায়ই একটা দুটো গান লিখে থাকেন এবং সুরারোপও করেন। ‘প্রিয়তম’ নামে তার এক অ্যালবামে একটি গানের কথা এবং সুর দিয়েছিলেন। যার প্রথম দুই লাইন হচ্ছে- ‘এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়…’। গানটি ব্যাপক জনপ্রিয় হয়। ওই রংধনু থেকে…, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল.., কাল সারারাত ছিল স্বপনেরও রাত…, দু’চোখে ঘুম আসে না…, লোকে বলে আমার ঘরে…, আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে…, সকাল বেলা কোকিল আমার…, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে…, সারা বাংলায় খুঁজি তোমারে… বেবীর এমন বহু জনপ্রিয় গানের মতো ‘বন্ধু তুমি কই কই রে… এ প্রাণও বুঝি যায়রে…’ গানটিও স্থান করে নেয় সংগীতপ্রিয় কোটি মানুষের মুখে মুখে। বেবী নাজনীন সংগীত মাধ্যম হিসেবে সবচেয়ে বেশী প্রাধান্য দেন অডিও এবং মঞ্চকে। উল্লেখ্য, বেবী নাজনীন শুধু একজন আধুনিক গানেরই শিল্পী নন। তিনি একই সঙ্গে বিচরণ করেন সংগীতের সকল ধারায়। ক্লাসিক্যাল থেকে রবীন্দ্র, নজরুল, ফোক, আঞ্চলিক সব রকম গানেরই রেকর্ড রয়েছে তার। আধুনিক গানের ৪৯টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এ গায়িকার। বাংলাদেশে আর কোন গায়িকার এই সংখ্যক আধুনিক গানের অ্যালবাম নেই। এর বাইরে ফোক এবং আঞ্চলিক গানের অ্যালবামও রয়েছে একাধিক। অডিও বাজারে তাঁর ৪২টি এককসহ এবং দেড় শতাধিক মিক্সড অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন হাজারেরও বেশী গান।
কবিতা লিখতে ভালবাসেন তিনি। ‘সে’, ‘ঠোঁটে ভালবাসা’ এবং ‘প্রিয়মুখ’ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর।
পুরস্কার :
তিনি অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা আর পুরস্কারে বেবী নাজনীনের বাড়ি পুরোদমে সাজানো। জাতীয় শিশুশিল্পী পুরস্কার (১৯৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯)। দেশের সেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন ২০০৩ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার।