আজ মহাষ্টমী। দুর্গতিনাশিনী দুর্গা দশপ্রহরণধারিণী

0

কামাল সিদ্দিকী : শুভ মহাষ্টমীর
অষ্টমীর এই শরৎ প্রাতে, দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর, উৎসবে কাটুক সবার দিনগুলো।
♥শুভ মহাষ্টমীর শুভেচ্ছা♥

আজ মহাষ্টমী। দুর্গতিনাশিনী দুর্গা দশপ্রহরণধারিণী।
দনুজদলনী দেবী চণ্ডমুণ্ডবিনাশিনী।।
চণ্ডানী রুদ্রাণী শিবা শিবপ্রিয়া শিবজায়া।
মহাকালী মহাদেবী মহামোহা মহামায়া।
অসুরদলনী দেবী মহিষাসুরমর্দিনী।
দশভুজা বিশালাক্ষী শৈলজা শিবরোহিনী।
গণেশজননী উমা মহালক্ষ্মী ভগবতী।
কামাখ্যা সিংহবাহিনী ভদ্রকালী উমাবতী।
কল্যাণী বরদা গৌরী দেবগর্ভা ত্রিনয়নী
হৈমবতী ধূমাবতী শৈলসুতা নারায়নী।
নর্মদা গণ্ডকী কালী অন্নপূর্ণা মহেশ্বরী।
ভীমরূপা চন্দ্রভাগা অবন্তী মহাশঙ্করী।
জগন্মাতা জগন্ময়ী জগদ্ধাত্রী কাত্যায়নী।
শিবানী শিববল্লভা দক্ষসুতা দাক্ষায়নী।
ফুল্লরা নন্দিনী চণ্ডী ইন্দ্রাক্ষী যশোরেশ্বরী।
ত্রিপুরমালিনী দেবী বিমলা ত্রিপুরেশ্বরী।
জয়দুর্গা জগদম্বা জয়ন্তী ঘোরচণ্ডিকা।
ভবানী মঙ্গলচণ্ডী অদ্রিসুতা ত্রয়ম্বিকা।
কমলা কমলাত্মিকা গায়ত্রী জগত্তারিণী।
চামুণ্ডা শিবদূতিকা সুনন্দা শিবসোহিনী।
বগলা বিন্ধ্যবাসিনী ভৈরবী ভুবনেশ্বরী।
বহুলা ষোড়শী তারা শাকম্ভরী শ্রীসুন্দরী।
যুগাদ্যা চণ্ডনাশিনী সিদ্ধবিদ্যা সর্বজয়া।
সিদ্ধেশ্বরী ত্রিনয়না শৈলাধিরাজতনয়া।।
অম্বিকা অপর্ণা দেবী সুললিতা যজ্ঞেশ্বরী।
কুমারী কালিকা কোট্টারী চণ্ডালিকা ক্ষেমঙ্করী।।
ছিন্নমস্তা জগধাত্রী ভ্রামরী রাকিনী পার্বতী।
মহাপীঠস্থিতা দেবী মহাশক্তি মহাসতী।।
মহাবিদ্যা মহাচণ্ডী মাতঙ্গী বিপত্তারিণী।
শিবদূতী শৈলপুত্রী মঙ্গলা মহাযোগিনী।
বারাহী বিশ্বেষী গিরিজা জয়াবতী ত্রিলোচনী।
জগজ্জননী মা সতী শঙ্করী শক্তি সর্বানী।
অষ্টাবিংশোত্তর শত নামে দেবী প্রকীর্তিতা।
সদা সুপ্রসন্না মাতা হৃদিমধ্যে প্রতিষ্ঠিতা।
শঙ্করীকে অষ্টাবিংশোত্তর শত নামে ডাকি।
জানাল প্রণতি তারে শ্রী শঙ্কর এ পিনাকী ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.