একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গোটা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার। বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ

0
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
গোটা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার।।।
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমরা মুক্তিযুদ্ধ শেষে বিজয় অর্জন করেছি। এই দিনে আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয় এবং পাক-হানাদার বাহিনীর আত্ম সমর্পণ এর মধ্য দিয়ে ৯মাসের মুক্তি যুদ্ধের সমাপ্তি ঘটে। মুক্তিযুদ্ধের আগে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময়ে আমাদের অনেক ভাই প্রাণ দিয়েছেন,জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ মানুষ অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন, দুই লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছেন, দেশের মানুষ অবর্ণনীয় কষ্টের স্বীকার হয়েছেন,অনেক সম্পদের ক্ষতি হয়েছে, মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন সর্বপরি ভারতের তদানিন্তন প্রধান মন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মহানুভবতায় ভারতীয় মিত্র বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে দিশাহারা হয়ে পাক হানাদার বাহিনীর আত্ম সমর্পণ এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে বাংলাদেশের বিজয়ের পতাকা উড়ে। আজ সেই বিজয় দিবস। আমরা আজ স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক।
জাতির পিতা বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকার এর অস্থায়ী রাষ্ট্রপতি,মন্ত্রী পরিষদের সকল সদস্য বৃন্দ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, সকল সেক্টরকমান্ডারবৃন্দ, অন্যান্য কমান্ডার বৃন্দ, শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাগন, বীরাঙ্গনাগন শহীদ বুদ্ধিজীবি, সাংস্কৃতিক কর্মী ,মুক্তিযুদ্ধের সমর্থনকারী রাষ্ট্র ভারত,রাশিয়া, ভুটান সহ সকল রাষ্ট্র সমুহের সরকার ও জনগন, সারা বিশ্বের আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন ও অনুপ্রেরণা প্রদানকারি লেখক,সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সকল শুভাকাঙ্ক্ষীদের স্রদ্ধাভরেস্মরণ করি ও তাঁদের নিকট কৃতজ্ঞতা প্রদর্শন করি।তাঁদের ও তাঁদের পরিবার পরিজনের সার্বিক মঙ্গল কামনা করছি। আমরা মুক্তিযোদ্ধা গন চাই দলমত, ধর্ম,বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে আমাদের গৌরবোজ্জল বিজয় দিবসে বিজয়ের আনন্দ উপভোগ করি ও পালন করি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এদেশের কিছু মানুষ আজও এই বিজয়ের আনন্দ উপভোগ করতে বিব্রত বোধ করে। অথচ তারা স্বাধীন বাংলাদেশের মর্যাদা ঠিকই ভোগ করছে।বিচিত্র তাদের মানসিকতা। মহান আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের মানসিকতা পরিবর্তন করে দিন।
আজ এই দিনে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে বিজয় দিবসের আনন্দ উপভোগ করার তৌফিক দান করেন, বাংলাদেশের সকল মানুষকে সম মর্যাদার সহিত শান্তি পূর্ণ ভাবে বসবাসের সুযোগ প্রদান করেন, দায়িত্ববান সরকারের মাধ্যমে এদেশেরশাসনের ব্যবস্থা করেন,অন্যায়, অত্যাচার ও অবিচারের অবসান করেন, সকল দন্দ, মতভেদ, ভেদাভেদ ভুলে যাওয়ার ও দূর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার শক্তি প্রদান করেন এবং বাংলাদেশের সকল মানুষকে হেদায়েত দান করেন । মহান বিজয় দিবস অমর হউক । জয় বাংলা । জয় বঙ্গবন্ধু।
লেখক : বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ (আইনজীবি) ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.