দেশে টিকাগ্রহীতাদের দেহে ৯৭ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি

0

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নেওয়াদের দেহে প্রথম মাসে ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, টিকা নেওয়ার পর তাদের দেহে প্রায় চার গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বুধবার (১২মে) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুই প্রতিষ্ঠানের যৌথ এ গবেষণায় প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করা হয়েছে। সব বয়সী টিকাগ্রহীতাদের দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। এছাড়াও এ গবেষণায় আগামী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন কেন্দ্রে ছয় হাজার ৩০০ জন টিকাগ্রহীতার রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.