কাপ্তাইয়ে স্বাস্থ্য বিভাগের অভিযান
ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিসহ দুটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা
মাহফুজ আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশে সকল অনিবন্ধিত বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করার প্রক্ষিতে (৩১আগষ্ট) বুধবার সকাল থেকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগ কর্তৃক উপজেলাধীন বিভিন্ন বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার ও প্যাথলজীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে কাপ্তাই উপজেলা সদর ও নতুন বাজার এলাকা থেকে ২টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ। অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই নতুনবাজার হিলভিউ ডায়াগনেস্টিক সেন্টারকে লাইন্সেস নবায়নের জন্য দুই সপ্তাহ সময় প্রদান করা ও কাপ্তাই ডাইগনেস্টিক সেন্টারকে সেবার মান বৃদ্ধির জন্য নিদের্শনা দেওয়া হয়।অপর দিকে নিবন্ধনের নবায়ন না থাকায় উপজেলা সদরস্থ মেনোকা প্যাথলজি ও নিবন্ধন বিহীন বারগুনিয়া গেট সংলগ্ন কর্ণফুলী প্যাথলজিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম তাদের স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়।