জুনে বাপা-সিডব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট : অংশ নেবে ১২ টিম

0

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী পুলিশদের ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এবং সিডব্লিউএ লোকাল ১১৮২ এর যৌথ উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘বাপা-সিডব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’। খবর ইউএনএ’র।

ইতিমধ্যেই এই টুর্নামেন্টের একাধিক প্রস্তুতি সভা হয়েছে। সর্বশেষ গত ৮ মার্চ সোমবার বিকেল ৪টায় নিউইয়র্ক পুলিশ একাডেমীতে এ বিষয়ে আবার সভা হয়। এতে এনওয়াইপিডি ও ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগে কর্মরত বাংলাদেশী পুলিশ কর্মকতা ছাড়াও সিডব্লিউএ লোকাল ১১৮২ এর কর্মকর্তা সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। বাপা সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে সিডব্লিউএ লোকাল ১১৮২ এর টেম্পরারী এডমিনিস্ট্রেটর রিকি মরিসন, এনওয়াইপিডি’র ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের ডেপুটি ডাইরেক্টর চার্লি হার্জ, ম্যানহাটান নর্থ-এর ট্রাফিক এনফোর্সমেন্ট ডিষ্ট্রিক্ট-এর এক্সিকিউটিভ অফিসার রবার্ট মার্টিন, ট্রাফিক এনফোর্সমেন্ট কমান্ডার মোহাম্মদ ইসলাম, বাপা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারী লেফটেন্যান্ট প্রিন্স আলম, কমিউনিটি লিয়াজন ডিটেক্টিভ মাসুদ রহমান, ট্রেজারার রাশিক মালিক, ইভেন্ট কো-অর্ডিনেটর মামুন সর্দার এবং ট্রাষ্টি মাকিজ মোহাম্মদ ও জসিম মিয়া, সিডব্লিউএ লোকাল ১১৮২ এর ভাইস প্রেসিডন্ট সুকুনবি ওলুফেমি ও ভাইস প্রেসিডেন্ট এলবের্ট সোলো, চীফ ডেলিগেট সৈয়দ ইসলাম, ম্যানহাটন ডেলিগেট এঞ্জেল দিয়াজ ও সৈয়দ উতবা, ব্রুকলীন ডেলিগেট নেরিসা ক্লাইরমন্ট, ব্রঙ্কস ডেলিগেট কামরুজ্জামান এবং কুইন্স ডেলিগেট মোহাম্মদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এনওয়াইপিডি’র ট্রাফিক এনফোর্সমেন্ট-এর বিভিন্ন কমান্ড থেকে তাদের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন।
সভায় ‘বাপা-সিডব্লিউএ লোকাল ১১৮২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ সফল করার বিষয়ে আলোচনা ছাড়াও ভবিষ্যতে সংগঠন দুটি ঐক্যবদ্ধভাবে মেম্বারদের জন্য কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়। সভাসূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে জানান, এই টুর্নামেন্টে ১২টি টিম অংশ নেবে। এর মধ্যে এনওয়াইপিডি’র ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের ১১টি এবং বাপা’র একটি টিম থাকবে। আগামী ১৯ মার্চের মধ্যে অংশগ্রহনকারী টিমকে রেজিষ্ট্রেশন করতে হবে। আশা করা হচ্ছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট আনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন যে উল্লেখিত ক্রিকেট টুর্নামেন্ট চলতি ২০২১ সালে বাপা এবং সিডব্লিউএ লোকাল ১১৮২ এর একটি বড় ইভেন্ট হবে, যেখানে এই দুই সংগঠনের সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে অংশ গ্রহণ করবেন। ফলে সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় আর জোরদার হবে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.