অনুভব প্রতিসরণ/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

অনুভব প্রতিসরণ/
কাজী আতীক।

পাখি যেমন উড়ান অনীহা হলে গুটিয়ে রাখে পাখা
তুমি বাড়িয়ে দাওনি হাত, অনুভব চাওনি ছুঁতে,
তাই উন্মোচিত হয়নি আত্মা অভিলাষ প্রেমার্থ বাসনায়,
হৃদয় সংলগ্নতা হারিয়ে নিষ্ক্রিয় যেনো অনুরাগ বিভ্রমে,

যদি শরত আকাশে মেঘ ভাসমান হয়ে কেবল
অথচ পৃথিবী উন্মুখ অনুক্ষণ- প্রত্যাশায় বৃষ্টি অঝোর,
আমার প্রত্যাশায় বিলক্ষণ সেই অধরা অনুভব যাপন
অবিরাম পালে হাওয়া নৌকার- আরাধ্য যেমন।

(নিউ ইয়র্ক, ২৪ মার্চ ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.