পহেলা বৈশাখ । অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত
পহেলা বৈশাখ
– অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত
(৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ)
এলো পহেলা বৈশাখ
বেজে উঠুক মঙ্গল শাঁখ।
সকলের ঘরে ঘরে
শোক তাপ দৈন যাক সরে।
নবসুরে পাখিরা বিপিনে
গেয়ে উঠুক নতুন সম্ভাষনে।
সকালের সোনালী রোদ স্পর্শে
রাঙিয়ে যাক নতুন বর্ষে।
যা কিছু আজ হলো গত
ক্ষণে মনে পড়বে চকিত।
কপোলে বেদনাশরু রেখা
অমলিন থাকবে হয়ত লেখা।
অথবা সুখের কোন দিন
হৃদয়ে রইবে অমলিন।
সে সবকিছু যাক আজ মুছে
নতুন দিনের দ্বার যাক ঘুচে।
পুরাতন পড়ে থাক দুরে
নবস্বপ্ন জাগুক আঁখি লোরে।
প্রতিদিন সুপ্রসন্ন হোক
ভুলে যাই গত বর্ষের শোক।
নববর্ষে প্রভাত প্রার্থনা করি
সুখে যাক সকল দুয়ার ভরি।
মোহাম্মদ আব্দুল বাছেত : অধ্যক্ষ– সাতবাড়িয়া ডিগ্রী কলেজ, সুজানগর, পাবনা ।