বৃষ্টিহীন শ্রাবণ দিন/ কাজী আতীক

0

বৃষ্টিহীন শ্রাবণ দিন
– কাজী আতীক

এবার- দেশে যেদিন পৌঁছলাম,
আষাঢ়ের শেষ দিন ছিলো, বর্ষার আষাঢ়!
অথচ অঝোর ঝরেনি আকাশ সেদিন,
থেকে থেকে কেবল কৃপন বৃষ্টি কিছু ঝরেছিলো,

পরদিন থেকে শ্রাবণের শুরু
বর্ষার অঝোর ঝরার সময়,
অথচ অর্ধেক মাস পেরিয়ে গেলেও-
সেই চেনা শ্রাবণ এখনো দেয়নি দেখা আমায়।

যেনো বদলে গেছে মাসের স্বরুপ
বদলে যাচ্ছে ঋতুর স্বরুপ
হয়তো বদলে যাচ্ছে গোটা প্রথিবীটাই আমার,

তুমিও খানিক বদলেছো কি? নিজেকে তোমার,
নাকি আগের মতোই কাট টু কাট?
তবে আমার যেনো মনে হলো-
একটু যেনো ধোঁয়াশা মতো কোথাও।

(কিশোরগন্জ, ২৮ জুলাই ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.