সহজ সংলাপ/ কাজী আতীক
সহজ সংলাপ/
কাজী আতীক।
‘নিঃশ্বাসের মতো প্রিয় উপলক্ষ কোনো
যদি দায়সারাগুছের- তবে অনুরাগ বিভ্রম,
অনুভব শূন্য এক হৃদয় বিভ্রাট কেবল।’
উক্তিটির খুব সহজ মানে- যদি বুঝতে চাস?
যদি তোর হৃদয়ে খুঁজিস এর মর্মার্থ অনুবাদ।
নচেৎ কঠিন খুব, বোধ বুদ্ধির বাইরে
যেমন- কেবলই এক অর্থহীন প্রলাপ,
আরেকটু নাহয় খুলে বলা যাক,
যেমন তোর কাঁকন হাতে আমার দেয়া গোলাপ,
কিংবা তোর সুর কণ্ঠস্বরে- আমার কথার গান,
যদি হৃদয় লগ্নি নয়- হয় কি তাতে প্রাণের সঞ্চার?
এটাও কোনো সহজ কথা নয়, তবে সহজ সংলাপ।
(কিশোরগঞ্জ, ১৩ আগস্ট ‘২০২১)