সহনীয় বিকল্প/ কাজী আতীক। নিউ ইয়র্ক
সহনীয় বিকল্প/
কাজী আতীক।
এক/
অকালে ঝরে যায়, ঝরে পড়ে অপুষ্ট পাতাগুলো
অঙ্গহানি বৃক্ষের তবু দাঁড়িয়ে থাকে নিশ্চুপ,
কেনোনা উপায় নেই কোনো তার কষ্ট জানাবার।
সংগত শোভন যদি নীরব নিভৃতি ভাবো
তবু হৃদয়ের ভাঙচুর কবি দেখতে পায় ঠিকই।
হয়তো বিকল্প কোনো পথে আনন্দ অভিলাষ,
যেমন অপেক্ষাকৃত সহনীয় আবহাওয়ার খুঁজে
পাখিরাও দেশান্তরে যায়, পাখিরা পরিযায়ী হয়।
দুই/
যদি অনুচ্ছ্বাস উচ্চারণে নেই জটিলতার আভাস,
তবে সহনীয় বিকল্প কোনো তাগিদ থাকে স্পষ্ট,
একেবারেই নিভাঁজ ভাবগম্ভীর, বার্তাপাঠ যেমন
তেমনি- স্বাভাবিক কণ্ঠের নিখুঁত শব্দ প্রক্ষেপণ,
এবং সব শেষে যথারীতি সময়কে শুভ সম্বোধন।
(নিউ ইয়র্ক, ৬ অক্টোবর ‘২০২১)