সময়ের সমান্তরাল একমুখী ট্রেনে/ কাজী আতীক।

0

সময়ের সমান্তরাল একমুখী ট্রেনে/
কাজী আতীক।

এক অদ্ভুত একমুখী ট্রেন, একই গতিতে ধাবমান,
শেষের স্টেশন ছাড়া এ ট্রেন থামবে না কোথায়?
যাত্রীরা উঠবে নামবে- ট্রেন চলতে থাকবে
এই ট্রেনে উঠা নামার একবারই সুযোগ হয় কেবল।

নেই কোনো দৃশ্যমান ইঞ্জিন, নেই কোনো হুইসল
গার্ড টিট কন্ডাক্টর এমনকি অদৃশ্য ড্রাইভার যেমন
কার কতো দূরের যাত্রা তাও জানা নেই কারো,
যার যখোন যাত্রা শেষ কেউ এসে নামিয়ে দিয়ে যাবে।

তবু চলছে নিত্য উঠানামা যাত্রীর একমুখী অনিশ্চিত পথে,
সময়ের সমান্তরাল এক অদ্ভুত ট্রেনে চড়ে চলেছি সবাই।

(নিউ ইয়র্ক, ৯ অক্টোবর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.