সমাপ্তি রেখা ছোঁয়ে/ কাজী আতীক । নিউ ইয়র্ক
সমাপ্তি রেখা ছোঁয়ে/
কাজী আতীক।
এইতো সেদিনও ওরা সবুজ ছিলো, অর্থাৎ জীবনে ছিলো
এই যে সোনা রঙ পাতাগুলো, আহা!
শীতের ছোঁয়ায় যাদের জীবনাবসান হলো
এখোন ঝরে পড়ছে ঘসের সবুজ বুকে শেষ আলিঙ্গনে,
যেনো শেষ চুম্বন চীর বিদায়ের সাথে,
গোনাগুনতির দিনগুলো পেরিয়ে সমাপ্তি রেখা ছোঁয়ে।
এভাবেই শেষাঙ্কের দৃশ্যায়নে পৌঁছে যাবো আমি তুমি সে ও
তবে এই ঝরা পাতার মতো নয়, শেষ মানে শেষ নয়,
তারপরও থেকে যাবে অবশেষ,
ওপারে আবার এপারের হিসাবের পালা শুরু হবে
কারো হয়তো পৌষ মাস, কারো সর্বনাশ অপেক্ষায় আছে।
ইয়া নফসি, ওয়ার জুকনা শাফা’আতাহু ইয়াওমাল কিয়ামাহ।
(নিউ ইয়র্ক, ১৫ নভেম্বর’ ২০২১)