কাদা মাখা হাতে কাদার দোহাই / কাজী আতীক। নিউ ইয়র্ক

0

কাদা মাখা হাতে কাদার দোহাই/
কাজী আতীক।

হাতের মুঠোয় পূরতে চেয়ে তাঁদের, ব্যর্থ হয়ে বারবার
অবশেষ মুঠো আলগা করে দিলে, ঠেলে দিলে দু’হাতে
ভাবছো বন্ধু গড়িয়ে পড়াবে খাদে, নাহয় নতজানু হবে
তোমার ইচ্ছার কাছে, তোমার এ খেলাটি পুরনো
বন্ধুরা সবাই এখোন জানে এসব অকৌশল তাৎপর্য,
হ্যাঁ, নিজেকে প্রভু বানানোর সময় এখোন শেষ হয়েছে।

বন্ধু সেজে তুমি বন্ধুর পায়ে কেবল পরাতে চাও শৃঙ্খল,
আবার তাদেরই মাথায়ই নামিয়ে এনেছো জাহান্নাম
যখোনই কেউ সোজা করতে ছেয়েছে মেরুদণ্ডটা নিজের।

এমনিতেই দিন এখোন পালাবদলের, বোকার হদ্দ তুমি,
চোখেও তুমি অন্ধ, দেখেও দেখতে পাচ্ছো না তাই
জন্ম নিচ্ছে অচিরেই নতুন আরেকটি বিশ্ব, তোমার বিপক্ষ।
তুমি নিজেই সুযোগ করে দিচ্ছো তাঁদের- বেঁচে নিতে পক্ষ।

আবার হাজার ডেরেক সুভিন এর বাস যেখানে, সেখানে
অন্যকে দোষারোপ করার সেই সচ্ছতাইবা তোমার কোথায়?

(নিউ ইয়র্ক, ১১ ডিসেম্বর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.