কবি-ম.ম রবি ডাকুয়ার শুভ বড়দিনের কবিতা
কবি-ম.ম রবি ডাকুয়ার শুভ বড়দিনের কবিতা
ঈশ্বর মহান পুত্রের জন্মদিন
ম.ম.রবি ডাকুয়া
লক্ষ-কোটি, অযুত-নিযুত সবকটি মানুষের পাপ নিখুত,
কিংবা পাপের খেতাব সব কাঁধে নিয়ে,
তোমাদের পাপ পরিত্রানে ধুয়ে,
সে বেদন পাপের বেতন ব্যথার যন্ত্রনা ছুঁয়ে।
ভ্রোমাণ্ডের অধিশ্বর পুত্রকে পাঠালেন ঈশ্বর,
সমস্ত সুখ মায়া ত্যাগি,
হতে তোমাদের পাপের ভাগি।
তোমরা তো পারনা তার একটুকু ব্যাথা নিতে অনুসূচে,
তোমাদের সব ব্যথা যে সয়ে নিয়েছে বিধে সহানুভুতির ক্রুশে।
কি ব্যথা নিল এভাবে বিধে,
তোমাদের ব্যথার সহানুভুতি সয়ে হৃদে।
তারে ভুলে মিছে মায়ায় ঘুরে পিছে,
নেই কোন অনুশোচনা আজ তোমাদের,
লোভে সংসার-সম্পদ, সরাব-মদের।
আজ নেই কি কোন ঋণ?
এই ঈশ্বর পুত্রের জন্মদিন,
হয়ে এসেছে শুভ বড় দিন।
এই সেই যীশু খ্রীষ্ট,
পেয়েছো গুনে বলে,
তারে মাতা মেরির কোলে।
সবার পাপের বোঝা নিতে যে সৃষ্ট।
কি দিয়ে মেটাবে বল ভাবনাতিত সেই ঋণ?
হৃদয়ে রেখে তোমাদের কাছে আজ সে হয়েছে অচিন।
এসেছিল যে পরিত্রান দাতা,
তোমাদের মাঝে পাঠালেন ভাগ্য বিধাতা।
এলো বুঝি তাই শুভ বড়দিন,
ঈশ্বর মহান পুত্রের জন্মদিন,
তোমাদের ভাবনায় আপন সুখ সব যার করেছে বিলিন।