শ্রমিকের টাকা – মোহাম্মদ আব্দুল হানিফ
শ্রমিকের টাকা
– মোহাম্মদ আব্দুল হানিফ
শ্রম দিয়ে যে ব্যক্তি,সৎ পথে কাজ করে,
হক তার পাই না ছিটার লোকের কাছে,
মানুষ মানুষকে কেমনে ঠকায় নেই তার বিবেক
বিবেককে করছে বিক্রি শয়তানের কাছে।
খাচ্ছে-দাচ্ছে ঘুরছে ফিরছে দিচ্ছে না মানুষের টাকা
কবে গেছে শ্রমের ঘাম শুকিয়া পাইনি তার ন্যায্য মজুরি
আজ দিবে, কাল দিবে ,ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে খালি
জিন দিকে দিবে না তার টাকা কথায় কথায় তার বাহানা
করছে বারবার ওয়াদা এভাবে ঠকাচ্ছে আর ঠকাচ্ছে
শয়তানকে বশ করা এইসব মানুষ বেঁচে রবে
সমাজে এক ধরনের মিথ্যাবাদী লোক হিসেবে
সমাজে পাই শুধু ঘৃণার ঘৃণা এসব লোক নষ্ট করে
সব লোকের ভালোবাসা ।
খেয়ে না খেয়ে দিনরাত করছে খাটুনি
কাজ শেষে পাচ্ছে না সে ন্যায্য তার মজুরী
কম দিলেও বাঁচে এমন ব্যক্তি আছে
খাবে সে মাদক শ্রমিকের টাকা মেরে
শ্রমিকের ঘামের টাকা দিবে তার অভিশাপ
অভিশাপের ছোবলে ধ্বংস হবে একদিন
সেই মিথ্যাবাদী লোকের সমাজ ,মুক্ত হবে একদিন
অভিশপ্ত থেকে ছিটার লোকের সমাজ ।