অধিকার – তানিয়া শারমিন মিতু
অধিকার
তানিয়া শারমিন মিতু
আমি রাগ, অভিমান, ঝগড়া এমনকি বকাবকিও করব
ক্ষাণিক পরেই দৌড়ে গিয়ে ঝাপটে ধরে বলে উঠব-
তোতা পাখিটা আমার ডাইনিং এ এসো তোমার পছন্দের নাস্তা করেছি।
তোমাকে ঝাড়ি দিয়ে বলবো –
এ পাঞ্জাবি টা পড়েছ কেন? একদম মানাচ্ছে না।
একটু পড়েই ঐ পাঞ্জাবিতে দেখার বায়না করে তোমার পাঞ্জাবির বোতাম গুলো লাগিয়ে দেব।
আমি তোমাকে রাগারাগি করে দূরে যেতে বলব
৫ মিনিট পরে নিজেই কান্নায় ভেঙ্গে পড়ব।
তুমি তোমার দুহাত দিয়ে আমার চোখের অশ্রু মুছে দিয়ে বলবে – অনেক কান্না হয়েছে এবার চল ঘুরতে যাবনিজ
তুমি আমার পাশে না থাকলে শাড়ি পড়তে ঘন্টার পর ঘন্টা লাগাবো
কুচি গুলো ইচ্ছে করেই বার বার এলোমেলো করবো যতক্ষণ না তুমি এসে আমার কুচি গুলো ধর।
আমি সারারাত ঝগড়া করবো
অভিমান নিয়ে ওপাশ হয়ে শুয়ে পড়ব
একটু পরেই ঘরের মৃদু আলোতে তোমাকে অপলক দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়ব।
আমি তোমার সাথে অভিমান করবো
বলবো আমি তোমার সাথে থাকবনা
আবার এই আমিই নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করব, ইহকাল পরকাল তোমাকেই পাশে চাইব।
তোমার সাথে খুনসুটি করবো, আড়ি করবো
কথা বলবনা বলে দূরে দূরে থাকব।
আবার সেই আমিই কথার তুবড়ি ছুটিয়ে তোমার কাছেই হাজির হব।
আমি অভিমান করবো….
আমি ঝগড়া করবো….
আমি রাগ করবো…
আমি খুনসুটি তে মেতে থাকবো..
আমি পাগলামি করবো…
আবার আমিই ভালবাসবো…
এ আমার অধিকার কেননা আমি তোমার জান পাগলী, সহধর্মিণী একমাত্র জীবনসঙ্গী।