সংযুক্ত আরব আমিরাতে কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাহিত্য হল সমাজের দর্পণ, কবিতা হলো তার মুখপাত্র। সমকালীন জাতীয় চেতনা, সামাজিকতা, প্রতিকুলতা, সংগ্রাম, আনন্দ-বেদনার প্রকাশ ঘটে কবিতার মাধ্যমে।
সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল কবিরা মূলঅর্থে মাটির কাছাকাছি রয়েছেন সেইসব প্রগতিশীল কবিদের একটি পূর্ণতম মঞ্চ হচ্ছে” বিশ্ব কবিমঞ্চ “।
বাংলা কবিতা ও বাঙালি কবিদের বিকাশ ও প্রসারে বহুদিন কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি ।
দেশ এবং দেশের বাইরে যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই কবিমঞ্চের শাখা রয়েছে।
সাধারণ মানুষের অন্তরের সুখ-দুঃখ, হাসি-কান্না মনের সুপ্ত বাসনা কবিকে মনের দৃষ্টি দিয়ে উপলব্ধি করে কবিতায় রূপায়িত করতে হয়। আর সেটা মাটির খুব কাছাকাছি না গেলে হয়না৷
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেলে “বিশ্ব কবিমঞ্চ”এর আয়োজনে ” কবিতা উৎসব ২০২৩”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,কবি বি এম জামাল হোসেন। কবিতা উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ” বিশ্ব কবিমঞ্চ” এর সংযুক্ত আরব আমিরাত শাখার সমন্বয়কারী বিশিষ্ট্য কবি ও সংগঠক জনাব, “রিন্টু সুত্রধর রিকি”। অনুষ্টানের উদ্বোধক করেন বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহবায়ক কবি জনাব, পুলক কান্তি ধর।
এসময়ে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ছড়াকার ও ৫২ টিভির সম্পাদক জনাব লুৎফুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক কবি হাফসা ইসলাম।
এসময়ে বঙ্গবন্ধু ও কবিতা বিষয় দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নওশের আলী ও ওবায়দুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাচিক শিল্পী কবি মাকসুদা বেগম, উপস্থিত ছিলেন শবনম আক্তার , সুমনা দাস আঙ্গুর,রাহি তালুকদার, নোমান মিয়া, দিদারুল হোসেন।
অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রাণ, মাহি আহমেদ,মিতুল আকন্দ, তোফায়েল আহমেদ, রেদওয়ানুল ইকবাল, আকলাকুর রহমান, মশাহিদ মিয়া,
নুনু আহমেদ, হেলাল মিয়া প্রমুখ।