আমাকে চিনে রাখো/ কাজী আতীক
আমাকে চিনে রাখো/
কাজী আতীক
আমাকে চিনে রাখো,
আমি মুমিন-
এক পথিক এই পৃথিবীর পথে
আমি অধীনস্থ নই কারো
রসুলের দাসত্ব প্রেম অন্তরে আমার,
কেবল আল্লাহ আমার উপাস্য।
আমাকে চিনে রাখো,
আমি বাঙ্গালী-
স্বদেশ প্রেম আমার ধ্যানে জ্ঞানে
যিনি রূপকার স্বাধীনতা বাংলার
তাঁরই আদর্শ আমার বোধ মননে।
স্বাধীন স্বদেশ আর বঙ্গবন্ধু মুজিব
পরিপূরক এবং সমার্থক আমার কাছে।
আমাকে চিনে রাখো,
আমি মানুষ সর্বোপরি-
আমি বুঝি না ভেধাবেদ, নারী ও পুরুষে,
জাত পাত, ধনী গরীব, ধর্ম কিংবা গায়ের রঙ্গে,
আমার আজন্ম এক খোঁজ-
মানুষকে ভালোবেসে
মানুষের ভালোবাসায় জীবন যাপিত হোক।
(নিউ ইয়র্ক ২৫ আগস্ট ‘২০২৩)