আলো চাই পর্যাপ্ত / কাজী আতীক
আলো চাই পর্যাপ্ত/
কাজী আতীক
চোখে সয়ে আসা আঁধার আলোয় পথ চেনা যায় ঠিকই
তবে খানাখন্দ পথের- ঠিক পাওয়াটা দুরূহ,
আর পথে কাঁটা থেকে পা বাঁচাতে- আলো চাই পর্যাপ্ত।
যেমন ভিড়ের মধ্যে মানুষ আকৃতি বোধগম্য হয় সহজেই
আর খুব সহজেই সেই ভিড়ের অংশও হওয়া যায়
তাই বলে কি মানুষগুলো ভিড়ের- ঠিক চেনা যায়?
হাজার আলোর ফুলঝুরিতেও দ্বৈত চেহারার মানুষগুলো
তাঁদের চেহারা তাঁরা লোকাবার আড়াল ঠিকই খুঁজে পায়।
চোখে সয়ে আসা আঁধার আলোয় পথ চেনা যায় ঠিকই, তবে-
খানাখন্দ কাঁটাগুল্ম কিংবা বিষধর কীট থেকে পা বাঁচানো দুরূহ।
(নিউ ইয়র্ক, ২০ সেপ্টেম্বর’ ২০২৩)