আদি-অন্ত সরণী/ কাজী আতীক
আদি-অন্ত সরণী/
কাজী আতীক
আমিতো এমনই-
আদি এবং অকৃত্রিম এক নিভৃত প্রেমী
যখোন যেমন- আমার হয়না কখনো।
যিনি সবকিছুর আদি
আর যিনি মাধ্যম- আদি-অন্ত সরণী
আমি দ্বারস্থ কেবল তাঁর এবং তাঁরই।
আর বিকল্প কেবল তুমি
সংলগ্ন হৃদয়ে তুমি এক অন্তহীন সম্মোহনী।
(নিউ ইয়র্ক, ১৭ অক্টোবর ‘২০২৩)