অমীমাংসিত মেটাফর/ কাজী আতীক
অমীমাংসিত মেটাফর/
কাজী আতীক
একা পথ,
তবু, সাথে থাকে সর্বক্ষণ
বোধ বিকল্প আর বিবিধ খোঁজ-
যেমন নিজস্ব তুমি।
যে তোমাকে নিরুত্তাপ মনে হয়নি কখনো
অথচ সড়কের অনিশ্চিত বাঁকগুলো
অথবা আমার না লেখা কবিতাটি যেমন
আজো তুমি এক অমীমাংসিত মেটাফর।
একা পথ,
অগণন বাঁক-
প্রতিটা বাঁকে মনে হয় তুমি পাশে আছো,
গিয়ার স্টিকে যখোন হাত রাখি
তোমারই হাতে যেনো আমার হাত।
কখনো মনে হয় কিছুই সুশৃঙ্খল নয়,
অথচ সড়ক বাতি, নির্দেশক রেখাগুলো
সড়ক পৃথকীকরণ, যথাস্থানে সবই,
কিছুই এলোমেলো নেই-
আগে পিছে ডানে বায়ে সারিবদ্ধ গাড়ী,
কেবল পাশের সিটটায় বসে নেই কেউ,
তাই হয়তো-
একা এই পথ, আর আমি একলা একা পথে!
(নিউ ইয়র্ক, ২৯ অক্টোবর ‘২০২৩)