এভাবেও জীবন-২৩ / কাজী আতীক

0

এভাবেও জীবন-২৩
কাজী আতীক

নিজেকেই যেনো রেখে এলাম
তাঁর কাছে তাঁর সাথে একিভূত,
সাথে থাকা সময়
যেনো অতল মোহাবিষ্ট এক স্বপ্ন অনুভব,
মগ্ন বিভোর অনিন্দ্য সান্নিধ্য।

অচিরেই স্বপ্ন ভঙ্গ হলো
বিনিময়ে কেবলই এক বুক হাহাকার নিয়ে
ফিরতি পথে নিঃস্ব কবি পথিক জনৈক
এক খালিপনা অন্তরে ফাঁকা ফাঁকা সব

এভাবেও জীবন, এভাবেই জীবন
কখনো স্বপ্ন ভঙ্গ কখনো স্বপ্ন যাপন
মনে দহন দুঃসহ, মেনে নেয়াও কষ্টকর।

(কিশোরগঞ্জ, ৮ ডিসেম্বর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.