অভিমান অভিলাষে মৌন মগ্ন প্রহর/ কাজী আতীক
অভিমান অভিলাষে মৌন মগ্ন প্রহর/
কাজী আতীক
এক গন্তব্যহীন যাত্রায়ও কেনো পথ হারাবার ভয়?
যখোন হৃদয় নগ্নি পথে, চলা কেনো সুখ স্মৃতি নয়?
কেনো এক দহন যন্ত্রনায় মতো পোড়ে পোড়ে সময়
বলে- একান্ত ভেবেছো যে পথ এ সময়ও তোমার নয়!
অথচ- যেখানে উদ্দেশ্য কোনো নির্দিষ্ট গন্তব্য নয়
তাই কেবল চলতে থাকাই উপভোগ্য হওয়ার কথা!
হোক না সে আলপথ, মেঠোপথ কিংবা রাজপথ,
ক্লান্তি অবসাদে গাছের ছায়া নাকি দামি পাঁচ তারকা
কিছু কি যায় আসে তাতে? তবু কেনো বিকার অন্তরে!
হয়তো নিকট দুরের দৃশ্যকল্প, প্রেম বিরহে সমান দহন
সমান সমান্তরাল বিঘ্ন অনুভবে, অভিমান অভিলাষে
মৌন মগ্ন প্রহর, আমি নির্বোধ নির্নিমেষ স্বপ্ন মুগ্ধ চোখে।
(নিউ ইয়র্ক ১৬ জানুয়ারি ‘২০২৪)