পরাবাস্তব চোখ/ কাজী আতীক
পরাবাস্তব চোখ/
কাজী আতীক।
যখোন পলক ফেলো চোখে
অবিকল এক আকাশ যেনো হারিয়ে যায়
আড়ালে, দৃষ্টির অতলে।
আবার যখোন ও পলক দুটি খোলো
এক অপার সৃস্টি রহস্য যেনো
উন্মোচন অপেক্ষায় দৃষ্টির গভীরে,
দেখি স্বপ্নালু চোখ দুটো, অনায়াস সৌকর্যে সৌম্য
হার মানে ম্যারিয়ানা ট্রেন্চের গভীরতা যেনো।
ও দুটি চোখ যেনো এক অভাবনীয় বিষ্ময়ের!
আমি আবিস্ট অপলক, অভিভুত সম্মোহনে।
(নিউ ইয়র্ক, ৪ এপ্রিল ‘২০২৪)