প্রার্থনা সংগীতে বিজয় সরকার

0

পার্থনা সংগীতের রয়েছে অসীম শক্তি। এর সুরে যেমন পাওয়া যায় আত্মশুদ্ধি’র ঘ্রান , তেমনি গানের গীতিকথার যে গাঁথুনি বা বাণী থাকে, সেখানে ঈশ্বর-সত্য-মিথ্যা ও নিজেকে জানার মন্ত্র লুকিয়ে থাকে। এই প্রার্থনা সংগীত যখন কান হয়ে শ্রোতার হৃদয়ে পৌঁছবে, তখন তা কেবল আত্মতৃপ্তী আর আনন্দ দিয়েই ফুরিয়ে যাবে না, জীবন আর পৃথিবীর তাবৎ সৃষ্টি, পাপ -পুণ্য নিয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করবে।

ব্রহ্মত্বে অধিষ্ঠিত হবার সাধনায় এই প্রার্থনা সংগীত অনেক বড় মাধ্যম।

প্রার্থনা সংগীতের মাধ্যমে স্রষ্টাকে খুব কাছ থেকে খোঁজা যায়, স্রষ্টার পায়ে মিনতি জানানো যায়। হৃদয়কে ভগবানের পায়ের কাছে সঁপে দেবার শুদ্ধতম মাধ্যম‌‌ই এই প্রার্থনা সংগীত।

প্রার্থনা সংগীতের মাধ্যমে স্রষ্টার কাছে জানানো যায় আবদার, আকুতি, অভিযোগ ও দয়া ভিক্ষা।

এমন’ই বিষয় মাথায় রেখে নতুন গান নিয়ে হাজির হলেন, উপমহাদেশের জনপ্রিয় সংগীতব্যক্তিত্ব বিজয় সরকার। ‘আমি অধম প্রভু’ শিরোনামের এইগানটিতে বিজয় সরকার প্রভুর চরণে নিজেকে সপে দিয়ে নিজেকে অধম বলে আকুতি জানিয়েছেন তাঁর ক্লাসিক্যাল ঘরানার এই গানের মাধ্যমে।

গানটি তিনি এর মধ্যে প্রকাশ করেছে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ‘বিজয় সরকার সুনামগঞ্জ ‘ এ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.