স্বদেশহীন উম্মুল এখোন/ কাজী আতীক

0

স্বদেশহীন উম্মুল এখোন/
কাজী আতীক।

যখোন মনন বিভ্রম ছড়িয়ে থাকে, আটপৌরে যাপন
যখোন বিকৃত বোধ বাড়তে থাকে, সময় ক্রান্তিকাল
আমার আপন জগত বেহাত হয়, যেনো শূন্য হৃদয়
আমার চারপাশে যে হুমকি ছড়ায়, হন্তারকের চোখ।

তুমি কোন ভরসায় বাঁধতে বলো আশায় বাসর
আমার নিঃশ্বাস যেনো থমকে আছে, এমন নষ্ট প্রহর
দেশ ছাড়া আজ বহুদিন, স্বদেশহীন উম্মুল এখোন।

(নিউ ইয়র্ক, ২৩ মার্চ ‘২০২৫)

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.